ফেনীতে দুই হাজার কিশোরী পেল বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে দুই হাজার কিশোরী পেল বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে দুই হাজার কিশোরী পেল বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন

সদর প্রতিনিধিসদর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৯ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০২১

ফেনী সদর উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ২ হাজার কিশোরীর মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জো¯œা আরা আক্তার জুসি, উপজেলা প্রকৌশলী মুনির হায়দার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জুলফিকার আলী, সহকারী শিক্ষক শিল্পী দে, শিক্ষার্থী শান্তনা আক্তার প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, আমাদের মেয়েদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ঝড়তা দূর করতেই পরিষদের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আজ রবিবার ফেনী সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ও এরআগে শহরের দুটি বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

 

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.