ছাগলনাইয়ায় ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম’র সভাপতিত্বে এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ