ছাগলনাইয়ায় ৫০ লক্ষ টাকা ব্যায়ে নান্দনিক জামেয়া ইসলামিয়া উলুম মাদ্রাসা জামে মসজিদ’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের মধ্যদিয়ে মসজিদের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
জামেয়া ইসলামিয়া জমিরুল উলুম মাদ্রাসা’র জামে মসজিদ পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ব্যবসায়ী আবু মূসা পাটোয়ারী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার মোহতামিম ও জামে মসজিদের খতিব মুফতি জাহেদ হাসান হাবিবী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, আজকের প্রতিক্রিয়া পত্রিকার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ।
জুমার নামাজ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তারাকুচা জামেয়া আরাবিয়া আহাসানুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি মাহমুদ হাসান মাসুম।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ