ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে আন্ডারপাস অথবা ফ্লাইওভার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনের ফেনী সড়কের মাথায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম ফেনীর সভাপতি এমএ সাঈদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফুর রহমান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সড়ক পরিবহন ও মালিক গ্রুপের সহ সভাপতি আজম চৌধুরী, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আবু শাহীন ভুইয়া, মুক্তি যোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া আক্তার। মফস্বল সাংবাদিক ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা, পরিবহন শ্রমিক ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।