দাগনভূঞায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা • নতুন ফেনী
 ফেনী |
১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৬ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪

দাগনভূঞায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি আতাতুর্ক মডেল হাই স্কুল মিজান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।

সরকারি আতাতুর্ক মডেল হাই স্কুলের শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবুল হাসিম।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা এম এ রব, মুক্তিযোদ্ধা গোলাম কবীর ভূঞা, মুক্তিযোদ্ধা পেয়ার আহমদ প্রমুখ।

শেষে ৩১৫ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার দেয়া হয়।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.