ফেনীর কালিদাস পাহালিয়া নদীতে ফিক্সড নাইলন জাল বসিয়ে গতিপথ বন্ধ করে মাছ ধরার অপরাধে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) বিকেলে সদর উপজেলার টঙ্গীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তদের মাঝে আবুল হোসেন কালা মিয়াকে (৪৫) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, আবদুল জব্বার (৪৫), আল আমিন (৩০), মো. সবুজ মিয়াকে (৫০) তিন মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সজীব তালুকদার বলেন, কালিদাস পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে মাছ ধরার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার জেলেকে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া নাইলন জালটি আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
আরএইচ/এনজেটি