রোহিঙ্গা জন্য গান নিয়ে হাজির জাহাঙ্গীর সরকার • নতুন ফেনীনতুন ফেনী রোহিঙ্গা জন্য গান নিয়ে হাজির জাহাঙ্গীর সরকার • নতুন ফেনী
 ফেনী |
২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা জন্য গান নিয়ে হাজির জাহাঙ্গীর সরকার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৩ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৭

নতুন ফেনী ডেস্ক >>
‘মানবতা আজ থমকে গেছে/বিশ্ববিবেক উল্টে গেছে/মানবতা আজ কোথায় আছে/শুনেছি সে নাকি আজ পশ্চিমে।/ রোহিঙ্গারা মানবতা খুজেঁ পেয়েছে স্বাধীন বাংলাতে/মানবতা আছে বাংলাদেশে।/ বাংলা দেখেছে রক্ত গঙ্গাঁ উনিশ একাত্তরে/একুশ শতকে বাঙ্গালি আমরা; মানবতার শিখরে।/ নিঃস্ব হয়ে বিশ্ব শিখছে মানবতা কাকে বলে/শেখ হাসিনার লাল সবুজের পতাকার ছায়াতলে।/ বাঙ্গালি বলে করছো নিধন/শিশু-কিশোর, বৃদ্ধাকে/লাশের মিছিল চলছে ভেসে/রক্ত স্রোতের বন্যাতে।/ মাইন পূতে, আগুন জ্বেলে পুড়ছে মানবাত্মাকে/কোথায় সু’চির মানবধর্ম/শেখাও তোমার জান্তাকে।’

রোহিঙ্গাদের নিয়ে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের কন্ঠে সদ্য গাওয়া একটি গান। গানটির কথা ও কন্ঠ দিয়েছেন তিনি। ফেনীর সঙ্গীত অঙ্গনের দূরবীন ব্যান্ড’র ব্যানারে গানটির মিউজিক কম্পিজিশন করে শাওন। সম্প্রতি ইউটিউবে রিলিজ হলে এটি ব্যাপক সাড়া ফেলে।

গানটিতে মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলামানদের উপর বর্বর নির্যাতেনের চিত্রের পাশাপাশি বাংলাদেশ তাদের পাশে থাকার বিষয়টি বিশ্ব দরবারের তুলে ধরার চেষ্টা করেন। এ ছাড়াও মানবতার দোহাই তোলা পশ্চিমাদের ধিক্কার জানান গানের মাধ্যমে।

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর সরকার ‘নতুন ফেনী’কে বলেন, রোহিঙ্গা’দের উপর অমানবিক নির্মম নির্যাতন সবার মতো আমাকেও স্পর্শ করেছে। যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এ ধরনের সঙ্গীত মানবিক বিপর্যয়েও ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.