ফেনীসহ সারাদেশে মঞ্চস্থ হবে দেশীয় যাত্রাপালা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীসহ সারাদেশে মঞ্চস্থ হবে দেশীয় যাত্রাপালা • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীসহ সারাদেশে মঞ্চস্থ হবে দেশীয় যাত্রাপালা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৭ অপরাহ্ণ, ০৭ জানুয়ারি ২০১৯

শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের জেলাগুলোর মঞ্চে আসছে ৬৪টি দেশীয় যাত্রাপালা। যাত্রাপালাগুলো নির্বাচন করে প্রত্যেক জেলায় পাঠানো হয়েছে। দেশের যাত্রাশিল্পের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে একাডেমি।

ইতোমধ্যে শিল্পকলা একাডেমি ‘ঈশা খাঁ’ শিরোনামে একটি প্রত্মযাত্রা ও মুনীর চৌধুরী রচিত ‘রক্তাক্ত প্রান্তর’ নাটককে যাত্রাপালায় রূপান্তর করে মঞ্চায়নের ব্যবস্থা করেছে। বর্তমানে পাঁচটি যাত্রাপালা নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। স্বল্প সময়ের মধ্যে বাকি সব পালার নির্মাণ ও মঞ্চায়ন কার্যক্রম শেষ হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “শিল্প-সংস্কৃতিতে ঋদ্ধ সৃজনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টার ইতিবাচক পদক্ষেপের মধ্য দিয়ে যাত্রাশিল্প তার হারানো গৌরব ফিরে পাবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যাত্রাশিল্পের প্রসারে ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২’ প্রণীত হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.