রাশেদুল হাসান >>
এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী সদর উপজেলায় ৩৯.৩২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় পাশ করে। উপজেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮শ’ ৮৬ জন। এদের মধ্য থেকে ২ হাজার ২শ’ ৯৫ জন শিক্ষার্থী পাশ করে। অকৃতকার্য হয় ১ হাজার ৫শ’ ৯১ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনী সদর উপজেলার সাউথ ইস্ট কলেজে ৩শ’ ৫০ জনের মধ্যে ৭৭ জন পাশ করে। তাদের গড় পাশের হার ২২, নাসির মেমোরিয়াল কলেজে ২শ’ ৩৪ জনের মধ্যে ৯৯জন পাশ করে। তাদের গড় পাশের হার ৪২.৩১, জয়নাল হাজারী কলেজে ৫শ’ ২৩ জনের মধ্যে ৩শ’ ৭৭জন পাশ করে। তাদের গড় পাশের হার ৭২.০৮, ফেনী সরকারী কলেজে ১ হাজার ১শ’ ৪৮ জনের মধ্যে ৮শ ৬৪ জন পাশ করে। তাদের গড় পাশের হার৭৫.২৬, সরকারী জিয়া মহিলা কলেজে ৮শ’ ৫৪ জনের মধ্যে ৭শ’ ৭২ জন পাশ করে। তাদের গড় পাশের হার৬৬.৯৮, গার্লস ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে সবাই পাশ করে। তাদের গড় পাশের হার ১০০, ফেনী সিটি কলেজে ৩শ’ ৩৩ জনের মধ্যে ১শ’ ২১ জন পাশ করে। তাদের গড় পাশের হার ৩৫.৩৮, ফেনী ভিক্টোরিয়া কলেজে ১শ’ ৫৭ জনের মধ্যে ৫৪ জন পাশ করে। তাদের গড় পাশের হার ৩৪.৩৯, ফেনী মডেল কলেজে ২৮ জনের মধ্যে ৬ জন পাশ করে। তাদের গড় পাশের হার২১.৪৩ ও ফেনী বিকন মডেল কলেজে ২শ’ ৫৯ জনের মধ্যে ৭০ জন পাশ করে। তাদের গড় পাশের হার ২৭.০৩।
সম্পাদনা: আরএইচ
এ সম্পর্কিত আরো প্রতিবেদন
১। জিপিএ-৫’র স্বাদ পায়নি ফেনীর ২৪ কলেজ
২। ফেনীতে নতুন কলেজ গুলোর ফলাফল বিপর্যয়ে পাশের হার কমেছে
৩। ফেনীতে ব্যবসায় শিক্ষায়ও ৫জন পায় জিপিএ-৫
৪। ফেনীতে মানবিক বিভাগে ৫ শিক্ষার্থী পায় জিপিএ-৫
৫। ফেনীর তিন উপজেলায় জিপিএ-৫ পায়নি কেউ
১০। ছাগলনাইয়ায় পাশের হার ৫৬.৯১
১২। ফেনীতে জিপিএ-৫ না পেয়ে ক্ষোভ ও হাতাশায় শিক্ষার্থীরা
১৩। ফেনী জেলার পাশের হার ৪২.৭৮ ॥ ১৩৩ জিপিএ-৫