রাশেদুল হাসান >>
এবারের এইচএসসি পরীক্ষায় ফেনীর দাগনভূঞা উপজেলার পাশের হার ৪৯.১০। উপজেলার ৪টি কলেজে ১ হাজার ২শ’ ৩৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬শ’ ৯৩ জন পাশ করে। ৫শ’ ৪৫ শিক্ষার্থী পাশের দঁড়ি ছুঁতে পারেনি।
ফলাফল বিবরণীতে জানা যায়, দাগনভূঞা উপজেলার উত্তর আলী পুর স্কুল এন্ড কলেজে ৯৩ জনের মধ্যে ৩০জন পাশ করে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৩২.২৫, ইকবাল মেমোরিয়াল কলেজে ৭শ ৭৯ জনের মধ্যে ৪শ’ ৬৬জন পাশ করে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৫৯.৮২, রাজা পুর স্কুল এন্ড কলেজে ৩শ ৩১ জনের মধ্যে ১শ’ ৩৭জন পাশ করে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৪১.৩৯ ও দরবেশের হাট পাবলিক কলেজে ৩৫ জনের মধ্যে ২২ জন পরীক্ষাথী পাশ করে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৬২.৮৬।
সম্পাদনা: আরএইচ
এ সম্পর্কিত আরো প্রতিবেদন
১। জিপিএ-৫’র স্বাদ পায়নি ফেনীর ২৪ কলেজ
২। ফেনীতে নতুন কলেজ গুলোর ফলাফল বিপর্যয়ে পাশের হার কমেছে
৩। ফেনীতে ব্যবসায় শিক্ষায়ও ৫জন পায় জিপিএ-৫
৪। ফেনীতে মানবিক বিভাগে ৫ শিক্ষার্থী পায় জিপিএ-৫
৫। ফেনীর তিন উপজেলায় জিপিএ-৫ পায়নি কেউ
১০। ছাগলনাইয়ায় পাশের হার ৫৬.৯১
১২। ফেনীতে জিপিএ-৫ না পেয়ে ক্ষোভ ও হাতাশায় শিক্ষার্থীরা
১৩। ফেনী জেলার পাশের হার ৪২.৭৮ ॥ ১৩৩ জিপিএ-৫