দাগনভূঞার লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়কে ভাষা শহীদ সালামের নামে নামকরণ • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞার লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়কে ভাষা শহীদ সালামের নামে নামকরণ • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দাগনভূঞার লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়কে ভাষা শহীদ সালামের নামে নামকরণ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩১ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার লক্ষণপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
জানা যায়, মহান ভাষা আন্দোলনের অগ্রসেনানি শহীদ আবদুস সালামের জন্মস্থান লক্ষণপুর নানা ভাবে অবহেলিত ছিলো। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সালামের জন্মস্থান দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লক্ষনপুর গ্রামের নাম ‘সালামনগর’ করা হয়। তার স্মৃতি রক্ষায় সালামনগরে গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়। এরপর সালামের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবতন করে ‘ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করার দাবী উঠে। এ দাবীর প্রেক্ষিতে লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়।
জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, এ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি অনুসারে সরকার ভাষা শহীদ আব্দুস সালাম এর বাল্যকালের স্মৃতি বিজড়িত লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার অনুমোদন দিয়েছে সরকার। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় নাম পরিবর্তন করা সম্ভব হয়েছে। বিশেষ করে ধন্যবাদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে যিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে কাজটি করে দিয়েছেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.