নোয়াখালীতে ফেনী ইউনিভার্সিটির উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার • নতুন ফেনীনতুন ফেনী নোয়াখালীতে ফেনী ইউনিভার্সিটির উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার • নতুন ফেনী
 ফেনী |
১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ফেনী ইউনিভার্সিটির উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৯ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৭

নতুন ফেনী ডেস্ক >>
নোয়াখালীতে আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন করেছে ফেনী ইউনিভার্সিটি। মঙ্গলবার সকালে নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজে পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ।

নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আক্তারী বেগম ও সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, নায়াখালী সরকারি মহিলা কলেজ’র উপাধ্যক্ষ প্রফেসর আবদুর জাহেদ, সোনাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন,

সেমিনারে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতির সাথে আমাদের সমাজেও দ্রুত বিবর্তন সাধিত হয়ে চলেছে। প্রথাগত ডিগ্রীই উচ্চশিক্ষা অর্জনের একমাত্র কাম্য নয়। উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে মন ও মননশীলতার বিকাশ ঘটানো; উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করা। জ্ঞানভিত্তিক সমাজ গঠন একটি জাতির উন্নয়নের পূর্বশর্ত হিসাবে বিবেচনা করা হলেও অর্জিত জ্ঞান ও শিক্ষাকে কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সম্পাদনা: আরএইচ/এইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.