নতুন ফেনী ডেস্ক>>
নতুন আঙ্গিকে ফেনী ইউনিভার্সিটি’র ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বুধবার এটি উদ্বেধন করেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সম্মানিত সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ এবং ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী এবং ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় ফেনী ইউনিভার্সিটির নতুন ডাইনামিক ওয়েবসাইট এর সুযোগ-সুবিধা সহ বিভিন্ন দিক তুলে ধরেন কম্পিউটার সাইন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাঈদ হোসেন পারভেজ।
এখন থেকে ফেনী ইউনিভার্সিটি’র ভর্তিসহ যে কোন তথ্য পৃথিবীর যে কোন স্থান থেকে এ ওয়েবসাইট থেকে (www.feniuniversity.edu.bd) এক ক্লিকের মাধ্যমে জানতে পারবে।
সম্পাদনা: আরএইচ