বিশেষ প্রতিনিধি >>
মনোমুগ্ধকর শিক্ষা পরিবেশ সৃষ্টির মাধ্যমে নজর কেড়েছে স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠার পর থেকে ইংরেজী শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে ধাপে-ধাপে অগ্রগতি সাধন করে আসছে প্রতিষ্ঠানটি। অগ্রসরমান ফেনীতে শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষায় অগ্রসর করে তুলতে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল নামে আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
সুন্দর ও মনোরম পরিবেশে নিজস্ব ক্যম্পাসে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথের তত্ত্বাবধানে ২১ জন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক ১০ জন কর্মচারী প্রতিষ্ঠানটির উন্নতির কল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ন্যাশনাল কারিকুলামে প্লে থেকে ১০ শ্রেনী পর্যন্ত সহপাঠ্যক্রম চালু রয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানে। প্রভাতি ও দিবা শাখায় বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে বর্তমানে সাড়ে তিন শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছে এ শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘ ১১ বছর ধরে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠ শেষে অসংখ্য শিক্ষার্থী দেশের সুনাধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।
খেলাধুলার সামগ্রী সজ্জিত মাঠ, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেনী কক্ষ, সুসজ্জিত ফুল বাগান, সুবিশাল ক্যাম্পাসে রয়েছে ক্লাস উপযোগী সরঞ্জাম, কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, প্রজেক্টরের মাধ্যমে শ্রেনীকক্ষে পাঠদান, ডিবেটিং ক্লাব, বিষয়ভিত্তিক শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার, সিসি ক্যামেরা দ্বারা সকল শ্রেনীকক্ষ ও ক্যাম্পাস নিয়মিত মনিটরিংসহ প্রতিনিয়ত নতুনত্ব যোগ হচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠানে।
বিগত বছরগুলোতে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশসহ জিপিএ-৫ অর্জন করেছে। পিএসসিতে ফেনী জেলায় ২য় স্থান অধিকার অর্জন করে এ স্কুলের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ সাজিদ রেজা চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় এ স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সক্ষমতা বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। ২০১৬ সালে অনুষ্ঠিত এফপিএল ফিউচার ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনালে রানার্স আপ হয় স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল ক্রিকেট দল।
স্কুলের অধ্যক্ষ অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথ নতুন ফেনী’কে বলেন, বিশ্বায়নের যুগে ফেনীর ছেলে মেয়েদের ইংরেজীতে দক্ষ করে তুলতে স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করছি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ শিক্ষা প্রতিষ্ঠানটির সমৃদ্ধির সোপানে উত্তীর্ণ হবে।
স্কুল কমিটির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন নতুন ফেনী’কে জানান, আধুনিক ও ভারসাম্যপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। উদ্ভাবনী ও অগ্রগামি পাঠদান পদ্ধতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে গ্রহণযোগ্য বিদ্যাপিঠ হিসেবে আস্থা অর্জন করেছে। সকলের সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।
সম্পাদনা: আরএইচ/এনএনএন







