নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে প্রাথমিক সমাপনি পরীক্ষায় পাশের হার ৯৭.৬৭ শতাংশ ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষায় পাশের হার ৮৮.২৭ শতাংশ। শনিবার দুপুরে ফলাফল ঘোষণার পর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত বিবরনীতে এ তথ্য জানা যায়।
জানা যায়, ফেনীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার গড় পাশের হার ৯৭.৬৭। জেলার ৬১টি কেন্দ্রে ৮শ’ ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার ৮শ’ ৩ জন পরীক্ষার্থী নেয়। পাশ করে ২৫ হাজার ২শ’ ৩ জন। এবার ৬০০ শিক্ষার্থী ফেল করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে জেলায় এবার জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪শ’ ৪১ জন।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সামপনীতে গড় পাশের হার ৮৮.২৭। জেলার ১২৮ টি কেন্দ্র থেকে অংশ নিয়েছিল ৭ হাজার ৪শ’ ৯৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৭ হাজার ৭১ শিক্ষার্থী। ফেল করেছে ৮২৯ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে জেলায় এবার জিপিএ ৫ পেয়েছে ৫৩ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম জানান, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষায় গতবারের চেয়ে এবার রেজাল্ট সামান্য খারাপ হয়েছে। কমেছে জিপিএ-৫।
সম্পাদনা: আরএইচ/এনকে







