নিজস্ব প্রতিনিধি>>
ফেনী ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ সহ-সভাপতি একেএম শাহেদ রেজা শিমুল, ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সচিব ডাঃ এ.এস.এম.টি. উল্লাহ চৌধুরী বায়েজীদ, বদরুল আহসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর প্রাক্তন উপ-উপাচার্য মোহাম্মদ জসীম এবং ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
ইংরেজি বিভাগের প্রভাষক শায়লা ইসলাম এবং শারমিন বিপাশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক এবং সিএসসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ হোসেন পারভেজ।
সম্পাদনা: আরএইচ/এস







