আলমগীর হোসাইন রিপন >>
সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পৌর শহরের ৮নং ওয়ার্ডে চরগণেশ গ্রামে অবস্থিত। ১৯৬৮সালে নারী শিক্ষায় নিজস্ব অবস্থানের লক্ষে চরছান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের নাজিমুল হক এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আরেফিন। তিনি প্রতিষ্ঠানের ১৯তম সভাপতি হিসেবে দায়িত্বপালন করে আসছেন।
প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালন করছেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ২৫ নভেম্বর ২০১৬ সালে সুনামধন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রতিষ্ঠানের সপ্তম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হয়ে এখনও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আসছেন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আবুল কালাম।
প্রতিষ্ঠানে বর্তমানে ৬ষ্ঠ শ্রেণীতে ২’শত ৬৯জন, সপ্তমে ২’শত ১৮ জন, অষ্টমে ২’শত ৩৮, নবমে ১’শত ৫জন, ভোকেশনাল ৮০ জন দশমে ১’শত ২২জন, ভোকেশনাল ৪৭ জন সর্বমোট ১ হাজার ৭৯ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
যুগের সাথে তাল মিলিয়ে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে অভিজ্ঞ ২১ জন শিক্ষক পাঠদান করে আসছে। প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রধান শিক্ষকের বলিষ্ঠ ভুমিকার পাশাপাশি রয়েছে অফিস পিয়ন পাহাদার সহ ৬জন কর্মচারী। বর্তমানে কম্পিউটার শিক্ষা পদটি শূণ্য রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি দোতলা, একটি একতলা ভবন ও একটি টিনসেট ঘর।
বিগত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে। এসএসসিতে ২০১৩ সালে ৭৮জন ৯৫% ২০১৪ সালে ৮৭জন ৯২% ২০১৫ সালে ৮৪জন ৮৭% ২০১৬ সালে ৯৭জন ৯৫% ২০১৭ সালে ৪৪জন ৩৮%। জেএসসিতে ২০১৩ সালে ১শ’ ২৯জন ৮৩% ২০১৪ সালে ২শ’০১জন ৯৯.% ২০১৫ সালে ১শ’ ৯৬জন ১০০% ২০১৬ সালে ১শ’৭৫জন ৯৭% ২০১৭ সালে ৮৪ জন ৩৬% শিক্ষার্থী কৃতকার্য হয়ে দেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে অধ্যায়ন করে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখছে।
প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে এসএসসিতে ২০১৩ সালে ০৫জন, ২০১৫ সালে ০৩জন, ২০১৬ সালে ০২জন। জেএসসিতে ২০১৩ সালে ০৮জন, ২০১৬ সালে ১৬ জন, ২০১৫ সালে ১৪ জন, ২০১৬ সালে ০৭ জন এবং ২০১৭ সালে ০২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
২০১৮ জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার মানন্নোয়নে ভুমিকা রাখায় সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হোন। ভালো ফলাফল অর্জন করায় ২০১৩ সালে ১ জন, ২০১৪ সালে ৩ জন, ২০১৫ সালে ২ জন, ২০১৬ সালে ২ জন সরকারি বৃত্তি লাভ করে
সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় খেলাধুলায়, ২০১৮ শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ, ২০১৭ মহান স্বাধীনতা দিবসে ডিসপ্লেতে ২য়, কুচকাওয়াজে ৩য় স্থান, ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে হ্যান্ডবল বালিকা রানারআপ, ৪০তম প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ভলিবল বালিকা রানারআপ, ৪১তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে হ্যান্ডবল বালিকা রানারআপ, ৪২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল বালিকা উপজেলা পর্যায়ে রানার্স আপ, ৪২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বালিকা উপজেলা পর্যায়ে রানার্স আপ, ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তায় ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রকল্প উপস্থাপনায় ২য় স্থান অর্জন, ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তায় বিজ্ঞন ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রকল্প উপস্থাপনায় ২য় স্থান অর্জন করে।
প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট। বিগত বছর গুলো পর্যালোচনায় দেখা যায় প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। কিন্তু জিপিএ ৫ ও সরকারী বৃত্তির সংখ্যা খুব কম। তাই বিদ্যালয়ে বাড়তি ক্লাস ও শিক্ষকদের তদারকিতে শিক্ষার্থীদের ভালো ফলাফলে সহায়ক ভুমিকা রাখবে। এবং প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মান। ইতিমধ্যে একটি বহুতল ভবন নির্মান প্রক্রিয়াধীন। যার ফলে শিক্ষার্থীদের আসন সংকটমোচন হবে।
সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান নতুন ফেনী’কে বলেন, প্রতিষ্ঠানটি অত্র এলাকায় নারীশিক্ষায় ব্যাপক পরিবর্তন এনেছে। আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছে নারীরা। আমরাও চাই আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীরা ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানকে উচ্চ স্থানে আসিন করুক। যাতে আমাদের প্রতিষ্ঠান ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ক্লাস শুরুর পূর্বে প্রতিষ্ঠানেই দূর্বল শিক্ষার্থীদের বাড়তি ক্লাস নেয়। এবং আমাদের শিক্ষকদের টিম সন্ধারপর শিক্ষার্থীদের বাড়ীতে গিয়ে লিখাপড়ার খোঁজ নেয়। পাশাপাশি আমাদের এখন যে শিক্ষক সংকট রয়েছে তা যদি পূরণ হয়ে যায় তাহলে শিক্ষার হার ও মান অনেক দুর ছাড়িয়ে যাবে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর