নতুন ফেনী ডেস্ক>>
ফেনী কম্পিউটার ইনিষ্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশন (২য় ব্যাচ)’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জাবেদুল হক চৌধুরীকে আহবায়ক ও মুহাম্মদ শরীফ উল্যাহকে সদস্য সচিব নির্বাচিত হন। ওই সভায় মোজাম্মেল হক ছোটন, সিফাত শাহরিয়ার ভূইয়া ও আরমান ভূইয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। ইষ্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষা ভোটাভুটির মাধ্যমে দ্বিতীয় ব্যাচের এ কমিটি গঠন করা হয়।
এসোসিয়েশনের দ্বিতীয় ব্যাচের আহবায়ক জাবেদুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে ইনিষ্টিউটের ৫টি ব্যাচের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সব ক’টি ব্যাচের আহবায়ক কমিটি গঠন শেষে চ’ড়ান্ত কমিটি গঠন করা হবে।
সম্পাদনা: আরএইচ
ফেনী কম্পিউটার ইনিষ্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
