ফেনী সিটি গার্লস হাই স্কুল কর্তৃক আয়োজিত জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার স্কুল সংলগ্ন গ্র্যান্ড সুলতান কনভেনশান হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার রাজীব পুরকায়স্থ।
খুরশিদ আলম মাহদীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখেন ফেনী সিটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ এম. মামুনুর রশিদ, এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আনিকা নাওয়ার ইরা।
অনুষ্ঠানে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা এবং ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থীকে প্রত্যেককে ২ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শান্তি কোম্পানী জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস ভূঁঞা।
সম্পাদনাঃ আর এইচ/এএম