ফেনী ইউনিভার্সিটিতে প্রথম বারের মত ছাত্র-ছাত্রী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য ও বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ।
বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আয়াতুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভিার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও ফেনী ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক প্রফেসর আবু নোমান, ফেনী ইউনিভার্সিটির রেজিষ্টার এএসএম আবুল খায়ের। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ফেনী ইউনিভার্সিটির প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, এডভোকেট মোঃ সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট আজিজুল হক, এডভোকেট আনোয়ারুল ফারুক প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







