ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, এই স্কুলের শিশুদের জন্য সব ধরণের সুবিধা সুনিশ্চিত করবো। এখানকার যে যে অসুবিধা রয়েছে তা অচিরেই দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিশেষ করে কমিউনিটি সেন্টারের জায়গাটি স্কুলের আওতায় এনে শিক্ষার পরিবেশ তৈরি করতে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আলাপ করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। কারণ কমিউনিটি সেন্টার থেকে মানুষ গড়ার কারখানা স্কুল বেশী প্রয়োজন।
এছাড়া পাশ্ববর্তী একটি জায়গা নিয়ে হাইকোর্টে মামলা চলছে সেটিও আশা করছি আগামী মাসে স্কুলের পক্ষে রায় হবে। ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজন চৌধুরীর সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।
সহকারী শিক্ষক জোসনারা বেগম, রবিউল আউয়াল, শিক্ষার্থী জুলফিকার একরাম বাবু ও কাজী তইয়্যেবা জাহান মাহেরুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল পরিচালনা কমিটির সদস্য কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, কাউন্সিলর সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দজহির উদ্দিন আকবর শিপন ও সহিদ উল্ল্যাহ হাজারী প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







