‘বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। কারণ পাকিস্তানীরা আমাদের শাসন শোষণ করেছে। তবে স্বাধীনতার পরও দেশকে বারবার পিছিয়ে দিতে চেষ্টা করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা সুষ্ঠু ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব আবদুর রইস কায়জার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিধ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যবসায় প্রশসান অনুষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আবুল কাশেম, সিভিল বিভাগের সিনিয়র লেকচারার ও ছাত্র উপদেষ্টা (ভারপ্রাপ্ত) আতাউল হাকিম মাহমুদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শোভাযাত্রার মধ্য দিয়ে ফেনী শহরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি








