ফেনীতে ২০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৬৫ হাজার টাকার উপবৃত্তি বিতরণ করেছে সদর উপজেলা সমাজসেবা বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে এ টাকার চেক তুলে দেন নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক স্কুল পড়ুয়া ১১৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ৭৫ জন, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১১ জন ও উচ্চশিক্ষা পর্যায়ে পড়ুয়া ১ শিক্ষার্থী প্রতিবন্ধীকে এ উপবৃত্তি দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা পড়ালেখা শিখতে পারলে দেশে তাদের জন্য নানা ধরনের কর্মের ক্ষেত্র রয়েছে। সরকার তাদের জন্য সব সময় সজাগ রয়েছে। আমরা চাই তারাও সরকার ও দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে সচেতন নাগরিকের ভুমিকা পালন করবে।
সম্পাদনা: এনকে







