ফেনীতে জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় ১২ আগস্ট ২০২০ অর্থমন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার জেলা প্রশাসেকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট ফেনী জেলা শাখার নের্তৃবৃন্দ। এ সময় জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সমন্বয়ক ও ফেনী জেলা শাখার আহবায়ক মো: মহিউদ্দিন খোন্দকার এর নের্তৃত্বে যুগ্ম-আহবায়ক মো: ছেরাজুল ইসলাম, মো: জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষক নেতা মো: মহিউদ্দিন খোন্দকার বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবী আদায় না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
সম্পাদনা: এনকে/আরএইচ







