ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও শিক্ষার্থীর চেয়ার-টেবিল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা বেগম জুসি, উপজেলা প্রকৌশলী মনির হায়দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুর রহমান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ২০১৯-২০ অর্থ বছরে এডিপির বিশেষ থোক বরাদ্ধের আওতায় ফেনী সদর উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয় ও মাদরাসায় ৫টি করে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুর রহমান জানান, অনুষ্ঠানে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১০ জোড়া চেয়ার-টেবিল বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-৩ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন শিক্ষার্থীকে চশমা, ২ জনকে শ্রবনযন্ত্র এবং ১ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।
সম্পাদনা: এনকে/আরএইচ







