সারা দেশের ন্যায় ফেনীতেও স্বাস্থ্যবিধি মেনে ৪ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে জেলার ১৯৫ মাধ্যমিক বিদ্যালয়, ১০০ দাখিল মাদরাসা ও ৫৫৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়েছে।
সকালে ফেনী সরকারী বালিকা বিদ্যালয় মাঠে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, সরকারী নির্দেশনার আলোকে জেলায় ৫৫৯ টি স্কুলে ১ লাখ ৯৪ হাজার শিশুর অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। তবে প্রাক প্রাথমিক পর্যায়ে ‘আমার বই’ এখনো না আসায় বিতরণ করা যায়নি।
জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ জানান, জেলায় ১৯৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০০ টি দাখিল মাদরাসায় ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।







