শাহীন একাডেমী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী ৪ মে • নতুন ফেনীনতুন ফেনী শাহীন একাডেমী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী ৪ মে • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শাহীন একাডেমী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী ৪ মে

নতুন ফেনী ডেস্কনতুন ফেনী ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৮ অপরাহ্ণ, ২০ এপ্রিল ২০২২

ফেনীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনীর আয়োজন করা হয়েছে। এতে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। আগামী ৪ মে শহরের আলিফ কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২২ এপ্রিল রেজিস্ট্রেশনের শেষ সময়। প্রত্যক শিক্ষার্থী ৩০০ টাকা ফি দিয়ে স্ব স্ব ব্যাচ প্রতিনিধিদের নিকট রেজিস্ট্রেশন করতে পারবে।

ব্যাচ প্রতিনিধিরা হলেন, ২০০১ ব্যাচ-আব্দুল্লাহ যোবায়ের (০১৭১২৮২১৫৬৬), ২০০৩ ব্যাচ -মো. আব্দুর রহমান (০১৯৮৭৫৯১৬৮৯) ২০০৪ ব্যাচ-অপু করিম (০১৯২৬৭৫৬২৪৪), ২০০৫ ব্যাচ-আব্দুল্লাহ হাসান (০১৯১১১৯৭৯৭৮), ২০০৬ ব্যাচ-তানভির ইসলাম জীবন (০১৮১৮৯০৪৩৩৮), ২০০৭ ব্যাচ-জিয়াউল হক ফাহাদ (০১৬০৮৮৮১৪৬৫), ২০০৮ ব্যাচ-ফররুখ মাহমুদ (০১৮৫৪০৪৩২৭৪), ২০০৯ ব্যাচ-শওকত ইমরান (০১৬৭৫৫১৯১০০0), ২০১০ ব্যাচ-মো. রাশেদুল ইসলাম (০১৮৬৬১২৫৬৫৭), ২০১১ ব্যাচ – সায়েম তারেক (০১৮১৫৬৮৪৮১৮), ২০১২ ব্যাচ – হোসাইন আরমান (০১৮৯০৪৬৫২৮৯), ২০১৩ ব্যাচ এ এইচ মিল্টন (০১৮৫২১১৯৪৭১), ২০১৪ ব্যাচ নজরুল ইসলাম রিমন (০১৮৬৪০১০৫৫৫0), ২০১৫ ব্যাচ – উমর বিন হোসাইন (০১৬৭৯৬৯৬১১৪), ২০১৬ ব্যাচ – আবু সুফিয়ান নোমান (০১৭২১৮৩৫২১০), ২০১৭ ব্যাচ – কে এম জাবের নোমান (০১৭৩৩৬১২৭৭৩), ২০১৮ ব্যাচ – নাঈম হক (০১৮৭৪৬৫১৬৪২), ২০১৯ ব্যাচ – শুভ (০১৬১১০১১১৮৭), ২০২০ ব্যাচ সাইমুন হক পিজন (০১৫৭১৪১৬৩১০), ২০২১ ব্যাচ- আকিব খান (০১৮৭৪৫৯৫১৬৬)।

রেজিস্ট্রেশন করতে ফেসবুক গ্রুপে চোখ রাখুন  অথবা সরাসরি যোগাযোগ করুন: ০১৭৩৩৬১২৭৭৩ (নোমান), ০১৮৬৪০১০৫৫৫ (রিমন), ০১৭২১৮৩৫২১০ (সুফিয়ান)।

আয়োজক কমিটির সদস্য নোমান বলেন, এদিন বিকেল ৩ টা থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠান সূচির মধ্য থাকবে স্কুলের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান, ফটো সেশন, খাওয়াদাওয়া, স্মৃতিচারণ, কালচারাল ইভেন্ট, ম্যাগাজিনসহ ইত্যাদি। নারী শিক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠানের মূল পর্ব মাগরিবের আগেই শেষ করা হবে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.