শাহীন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) ফেনীর আমেনা সিরাজ কনভেনশন হলে শাহীন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শাহীন স্কুল এন্ড কলেজ পুনর্মিলনী-২০২২ আয়োজক কমিটির মিডিয়া প্রধান ফররুখ মাহমুদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলন মেলায় উপস্থিত ছিলেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, পরিচালনা পরিষদের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ এম এরামুল হক ভূঞা, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এ এইচ এম এনামুল হক, সাবেক উপাধ্যক্ষ নুরুল আমিন, বর্তমান উপাধ্যক্ষ জসিম উদ্দিন মোল্লাসহ সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের যে সকল শিক্ষক-শিক্ষার্থী মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিকেলে জমকালো অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটি আহ্বায়ক আব্দুল্লাহ যোবায়ের ও ২০১২ ব্যাচের শিক্ষার্থী হোসাইন আরমান।
উল্লেখ্য, ১৯৮৫ সালে শাহীন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত এসএসসি’র ২৬টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।







