ছাগলনাইয়ায় ফলাফলের শীর্ষে ছাগলনাইয়া একাডেমি • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় ফলাফলের শীর্ষে ছাগলনাইয়া একাডেমি • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় ফলাফলের শীর্ষে ছাগলনাইয়া একাডেমি

মো. কামরুল হাসান, নিজস্ব প্রতিনিধিমো. কামরুল হাসান, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪২ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২২

এসএসসি ২০২২ সালের পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে পৌর শহরের মটুয়ায় অবস্থিত ছাগলনাইয়া একাডেমি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে উপজেলায় ছাগলনাইয়া একাডেমির ১’শ’৩৫ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ৩৯ জন শিক্ষার্থী। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ১৬ জন শিক্ষার্থী। কারিগরিতে ৮৫ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ১৭ জন শিক্ষার্থী।

তৃতীয় স্থানে রয়েছে পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ১১ জন শিক্ষার্থী। শতভাগ অর্জন করতে না পারলেও পাশের হার ৯৮.৯৫%। বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরিতে ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ৫ জন শিক্ষার্থী।

চতুর্থ স্থানে রয়েছে মহামায়া ইউনিয়নের আমিন নেওয়াজ গার্লস হাই স্কুল। এই বিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করতে পারেনি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোন প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করতে পারেনি।

এরমধ্যে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৮ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৩.৬২%। নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ৪ জন শিক্ষার্থী।

সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.