ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষকদের মিলনমেলা • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষকদের মিলনমেলা • নতুন ফেনী
 ফেনী |
২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০২৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষকদের মিলনমেলা উপলক্ষে প্রীতিভোজ এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বুধবার রাতে পৌর শহরের সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ পেয়ার আহমেদ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর খালেদ মামুন’র সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবু নাসের আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেন, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আবু হানিফ, প্রফেসর রুহুল আমিন, বর্তমান উপাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,

আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ আবুল বশর, বল্লভপুর কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শহিদুল করিম, প্রভাষক রাশেদ খাঁন, সালাহ উদ্দিন জাফর, আশেক সরকার, ফাতেমাতুজ জোহরা, তামান্না রহিম, নাজমুল হাসান, আবু বকর সিদ্দিক, মিনহাজুল হক, আলমগীর হোসেনসহ বিভিন্ন কলেজের শিক্ষক এবং পরিবারবৃন্দ। শেষে, প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.