ছাগলনাইয়ায় হেল্পিং মাইন্ড স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড’র উদ্যোগে পৌর শহরের সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন হেল্পিং মাইন্ড স্কুলে আয়োজিত শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী জেলা আ’লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
হেল্পিং মাইন্ড’র সভাপতি ও ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাক হোসেন সোহেল’র সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নাসির উদ্দিন পাটোয়ারী,
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো: কামরুল হাসান, সদস্য আব্দুল হাকিম পাটোয়ারী, সালমান হোসেন চৌধুরী, রায়হান উদ্দিন অভি, মোঃ ফাহিম মুনতাসীর নূহাশ, মো: হোসেন, জুনাইদুল হক শুভ, রনি শর্মা, তুহিন হোসেন, ইমাম হোসেন, জাহেদা আক্তার, তানিশা তাবাসসুম, নাঈমা ইসলাম, রিতা রানী দাস, বিউটি রানী দাস, নুসরাত জাহান, আফসানা আক্তার, ফারজানা আক্তার, নাদিয়া সুলতানা, শাহরিয়া সুলতানা প্রমুখ।
শেষে অর্ধ-শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারসহ অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ