এবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
এছাড়াও ফেনী সরকারি কলেজ থেকে এবার এক হাজার ৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ৩১৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৭২ জন, পাসের হার ৯০ দশমিক ০৮ ভাগ। সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭২৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন, পাসের হার ৮৩ দশমিক ৮৩ ভাগ। মহিপাল সরকারি কলেজ থেকে ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন, পাসের হার ৭৮ দশমিক ১৪ ভাগ।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৮৪ ভাগ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) বলেন, ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ ফলাফল অর্জনে সবার প্রতি কৃতজ্ঞ।
সম্পাদনা: আরএইচ
আরএইচ/