ছাগলনাইয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে পৌর শহরের সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ পেয়ার আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শহিদুল করিম, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আশেক সরকার, প্রভাষক মোঃ রাশেদ খাঁন, প্রভাষক মোঃ নাসির উদ্দিন, প্রভাষক নাজমুল হোসেন, প্রভাষক মোঃ আলমগীর হোসেন, প্রভাষক আবু বকর সিদ্দিক, প্রভাষক রোকাইয়া আক্তার তুলি, প্রভাষক তামান্না রহিমসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদেরও সংবর্ধিত করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ