ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার ফল উৎসব অনুষ্ঠিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার ফল উৎসব অনুষ্ঠিত • নতুন ফেনী
 ফেনী |
২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৮ অপরাহ্ণ, ০৩ জুলাই ২০২৪

ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফেনী তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে ফেনী সদর হাসপাতাল মোড়স্থ আধুনিক ও ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য ও পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মশিউর রহমান খোন্দকার।

মাদ্রাসার অধ্যক্ষ রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক ও মাদ্রাসার উপদেষ্টা এবিএম নিজাম উদ্দিন, মাদ্রাসার উপদেষ্টা সামস্ ফুডস ও রোম ফুডস্ এর স্বত্তাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার উপদেষ্টা ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা এরিয়া কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল ভূইয়া, পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ সায়েম, অর্থ পরিচালক জিয়াউল হক মিলন।

দ্বিতীয় পর্বে তাযিকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আব্দুল গফুর, প্রতিষ্ঠানের এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর হাফেজ মাওঃ মিজানুর রহমান, আমিনুল হিফজ হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ, অভিভাবক সদস্য শাহাদাত হোসাইন সুমন।

বক্তারা তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার আধুনিক শিক্ষা ব্যবস্থা ও অনুষ্ঠিত ব্যতিক্রমী ফল উৎসব আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং উক্ত আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে সকল অতিথিরা ফল উৎসবের আয়োজন ঘুরে ঘুরে দেখেন। ফল উৎসবে স্থান পায়, আম, জাম, লিচু, কাঠাল, আনারস, পেয়ারা, আপেল, মাল্টা, কলা, লটকন, আঞ্চলিক ও দেশিও ফল ফলাদী। ছাত্র ছাত্রীরা অতিথিদের সাথে বাহারী ধরনের ফল ফলাদীর স্বাদ গ্রহন করেন।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.