ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) নির্বাচনী আসনে গণসংযোগ করেছে জহির উদ্দিন মাহমুদ লিপটন। মঙ্গলবার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর বাজার, কোরাইশমুন্সী বাজার, অলাতলি বাজার, রাজাপুর, তুলাতলীসহ বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষষদ চেয়ারম্যান নুরুন নবীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল নেতা-কর্মিসহ সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পথসভা, র্যালি, উঠান বৈঠক, চা চক্র, লিপলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতাসহ সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগনের মাঝে প্রচার করে আসছেন মনোনয়ন প্রত্যাশি জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সম্পাদনা: আরএইচ/ এএইচআর