একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন মহাজোট। ফেনী-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জাসদ) কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।
অন্যদিকে আজ (সোমবার) বিএনপি প্রার্থীদের মনোনয়নের চিঠি বিতরণ শুরু হবে জানিয়েছে দলে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার কাজও শেষ পর্যায়ে। শরিকদের কাল মঙ্গলবার চিঠি দেওয়া হতে পারে জানান তারা।
বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ফেনী-১ আসনে শিরীন আখতার ও ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী এবারো মনোনয়ন পান। অন্যদিকে ফেনী-৩ আসনে বিগত নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ার মহাজোটের মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী জেদ্দা আওয়ামীলীগের সভাপতি হাজী রহিম উল্লাহ’র কাছে পরাজিত হন। এবার এদের কাউকেউ মনোনয়ন না দিয়ে ষ্টা লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।
এর আগে নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসনে ২৭ প্রার্থী আওয়ামীলীগের ২৯টি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াজি উল্যাহ ভূঁঞার ছেলে আবদুল কাদের ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মতিন, সাইফুল্লাহ বাহার ও এডভোকেট আবদুল্লাহ আল মাহমুদ রাসেল।
ফেনী-২ (সদর) আসনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আজহারুল হক আরজু, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক যুবলীগ নেতা কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক আলমগীর ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন নাসির।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে সর্বাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেন আ’লীগের নেতাকর্মীরা। এ আসনে আলোচিত সেনা কর্মকর্তা জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাবেক ছাত্রলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ভুট্টো, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আগামী ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর, নির্বাচনী প্রচারণার শেষ সময় ২৮ ডিসেম্বর আর ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।
সম্পাদনা: আরএইচ/এনজেটি