নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততউ বেড়ে চলছে। দলীয় সমর্থকদের পাশাপাশি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীদের স্বজনরাও। ফেনীতে বিএনপি বা অপরাপর প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে না পড়লেও প্রথম থেকে ক্ষমতাসীন দলের প্রার্থীরা সবর।
ফেনীর তিনটি আসনের দুটিতে প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারণা ব্যবস্ত সময় পার করছেন স্ত্রী ও সন্তানরা। ফেনী-২ (সদর) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী জনসভায় সর্বদা উপস্থিত থেকে ভোট চান তাঁরস্ত্রী নুর জাহান আক্তার নাসরিন ও মেয়ে নুর আহাদ জাহান স্নিগ্ধা।
একইভাবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর স্ত্রী জেসমিন মাসুদ। তিনিও দুটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বামীর পক্ষে ভোট ভিক্ষার জন্য ছুটছেন। প্রতিদিনই কোন না কোন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সোনাগাজী পৌরসভায় গণসংযোগে জেসমিন মাসুদ বলেন, মাসুদ চৌধুরী এলাকায় না থাকলেও সব সময় এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি আরো বলেন, সে সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করেন, আগামীতে সে আপনাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, দেশের মানুষের কথা চিন্দা করে সে নির্বাচন করছে। তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টিসহ বিভিন্ন দলের ২৫ প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করছেন। এদের মধ্যে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম) আসনে ৯জন, ফেনী-২ (সদর) আসনে ৫জন ও ফেনী-২ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ১১ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







