৪র্থ ধাপে ফেনীর সোনাগাজীর বগাদানা ইউপি নির্বাচনে ভোট গ্রহন সহিংসতা মুক্ত, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবীতে কাফনের কাপড় মাথায় নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে আমরা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। পরে ভোটাররা বিক্ষোভ মিছিল করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এসময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে একপক্ষ হুমকি ধামকি দিচ্ছে।
স্থানীয় আলমগীর হোসেন বলেন, আগে থেকেই জেলার বড় পদস্থ সরকার দলীয় নেতাকর্মীরা তাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচনের অবস্থা থাকবেনা।
ভোটার এনামুল বলেন, ভোট দেয়ার সুযোগ দিয়ে যেন যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন সেজন্য প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে আহবান জানান।
এছাড়া ভোটের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েনের মাধ্যমে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহনের দাবি করেন বক্তারা।







