ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে আগামীকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি নেয়া হলেও ভোটারদের মাঝে বহিরাগত আতংক কাটছেনা। তবে প্রশাসনের পক্ষ থেকে ৯ ইউনিয়নের ৯১টি কেন্দ্রের মাঝে সবগুলোকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ভোটাররা জানায়, ফেনীর অন্যান্য নির্বাচনের মত সোনাগাজীতেও বহিরাগতদের উৎপাত দেখা যাচ্ছে। সরকার দলীয় বহিরাগত নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্র ও আশপাশের এলাকায় রেকি করে যাচ্ছে। ভোট কেন্দ্র দলখ ও ভোটারদের মাঝে ভয়ভীতি তৈরী করার চেস্টা চালানো হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী ৭টিতে চেয়ারম্যান পদে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়াও ৯টি ইউপিতে সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী ভোটাভোটির মাঠে রয়েছেন।
তিনি জানান, উপজেলায় মোট ২ লাখ ৬ হাজার ৪২ জন ভোটার রয়েছে। ভোট গ্রহনের জন্য ৯১টি কেন্দ্রে ৫৩৯টি বুথ তৈরী করা হয়েছে। এসব কেন্দ্রে ১ লাখ ৪ হাজার ৮২১ পুরুষ ভোটার ও ১ লাখ ১ হাজার ২২১ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, উপজেলায় নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত র্যাব, বিজিবি টহল নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ৬২৬ জন পুলিশ সদস্য এবং প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার মোতায়েন থাকবে।