সোনাগাজীর বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য প্রবেশ করার অভিযোগে ২৫ বহিরাগতকে আটক করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনান (ভূমি) লিখন বণিকের বরাত দিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগাজী সদর ইউনিয়নে নির্বাচনকে প্রভাবিত করতে কিছু বহিরাগত প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে চরগণেশ ও চরদরবেশ এলাকায় বিজিবি সদস্যদের নিয়ে অভিযানে বের হয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিখন বণিক। এসময় সন্দেহভাজন দুইটি মাইক্রো থেকে ১৭ জনকে আটক করা হয়। আটককৃত যুবকরা পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও রাত ৮ টার দিকে নবী উল্লাহ বাজার এলাকা থেকে ৮ বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম রাত সাড়ে ৯ টা পর্যন্ত ২৫ জন বহিরাগতকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।







