সোনাগাজীতে ব্যালট উদ্ধারের ঘটনায় বিক্ষোভ-সড়ক অবরোধ • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে ব্যালট উদ্ধারের ঘটনায় বিক্ষোভ-সড়ক অবরোধ • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে ব্যালট উদ্ধারের ঘটনায় বিক্ষোভ-সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩১ অপরাহ্ণ, ২৭ ডিসেম্বর ২০২১

ফেনীর সোনাগাজীতে ভোট কেন্দ্রের পাশ থেকে সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা ও বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত ব্যালটগুলো ঘিরে রেখে ভোট চুরির প্রতিবাদ ও পূণরায় ভোট গ্রহনের দাবী করেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাগাজী সদর ইউপি নির্বাচনে ছড়াইতকান্দি হোসেনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের পাশে পরিত্যাক্ত অবস্থায় থাকা ব্যালটগুলো সামনে রেখে বিক্ষোভ করে স্থানীয় ভোটার ও প্রার্থীর সমর্থকরা। বিকালে পরাজিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা ঘটনাস্থলে এলে ভোট চুরি ও কেন্দ্র দখলের প্রতিবাদ আরো ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্দ জনতা সড়কে বাঁশ বেধে অবরোধ করে। খবর পেয়ে রাতে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ জনতাকে আশ্বস্ত করে বক্তব্য দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.