ফেনী সদর উপজেলার কালিদহ ইউপি নির্বাচনে সদস্য (মেম্বার) পদে বিজয়ী হলে যৌতুক ও সালিশ বাণিজ্য বন্ধ করা, মানবিক কার্যক্রম পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে একটি আদর্শ ওয়ার্ড গঠনের প্রত্যাশা ব্যাক্ত করেছেন ৩ নং ওয়ার্ড (যাত্রাসিদ্ধি, পূর্ব গোবিন্দপুর) সদস্য প্রার্থী জসিম উদ্দিন। তালা প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে ওই ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাকালে তার প্রত্যাশার কথাগুলো তুলে ধরছেন সমর্থকরা। তবে ইতোমধ্যে তার কথায় আশ্বাস রেখে ভোটাররাও ভালো সাঁড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার সমর্থকরা।

শুক্রবার বিকালে ভোট প্রার্থনা করতে মেম্বার প্রার্থী জসিম উদ্দিনের সমর্থক ও স্বজনরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ৩ নং ওয়ার্ডের সকল সড়ক প্রদক্ষিণ করে বলি বাড়ি সংলগ্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মেম্বার প্রার্থী মো. জসিম উদ্দিন তার ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
ভোটাররা জানান, জনপ্রতিনিধি না হয়েও জসিমকে সাধারণ মানুষ বিপদে আপদে পেয়েছে। পূর্ব গোবিন্দপুর আমান উদ্দিন ভূঞা বাড়ির এ সন্তান নির্বাচিত হলে আমরা আরো বেশি তাকে পাশে পাবো। তাই তার জন্য আমরা সবাই মাঠে কাজ করছি।
জসিম উদ্দিন জানান, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার কাছে স্থানীয় ভোটারদের অনেক প্রত্যাশা। তারা আমার কাছে ভালো কিছু প্রত্যাশা করে। স্থানীয়রা আমার তালা প্রতীকে নির্বাচনে উৎসাহ দিয়ে আসছেন। আশা করি আমি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পাবো।







