ছাগলনাইয়ার মহামায়ায় আগামী ৫ জুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার’র (কাপ-পিরিচ) প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।
মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা’র পরিচালনায় কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পী, সাউথইস্ট ব্যাংকের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক রবিউল হোসেন মজুমদার বাবু,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এয়ার আহাম্মদ ভূঁঞা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন, মহামায়া ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার বলেন, উন্নতি সমৃদ্ধি ও শৃঙ্খলা কাকে বলে ছাগলনাইয়া উপজেলাবাসীকে দেখিয়ে দিবো ইনশাআল্লাহ। এই উপজেলাকে উন্নয়নের রোল মডেলে পরিনত করতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। তাই আপনারা আগামী ৫ জুন আমাকে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।
সম্পাদনাঃ আরএইচ