সোনাগাজীতে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী লিপটন • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী লিপটন • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী লিপটন

আলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধিআলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২২ অপরাহ্ণ, ২৯ মে ২০২৪

আজ সোনাগাজী উপজেলা পরিষদের ভোট গ্রহন চলছে। দিনের শুরুতে ভোটার উপস্থিতি না থাকলেও ধীরে ধীরে উপস্থিতি বাড়তে থাকে। উপজেলা নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলে দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

তিনি ৯টা ৫৮ মিনিটে লাইনে দাঁড়ান। সামনে থাকা ২১জন ভোটার ভোট দেয়ার পর ১০টা ২০মিনিটে বুথে প্রবেশ করে ভোট দেয়।

চেয়ারম্যান প্রার্থী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ায় সাধারণ ভোটাদের মাঝে বাড়তি আনন্দ লক্ষ করা যায়।

এদিকে চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

আব্দুর রউফ নামের বয়োজ্যেষ্ঠ ভোটার বলেন, আমি সকাল ৯টায় ভোট দিতে আসলাম। লাইনে দাঁড়িয়ে আছি। এরপর দেখি চেয়ারম্যান প্রার্থী লিপটন আসলো। তাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগলো।

আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা হামিদুল হক বলেন, প্রথম একঘন্টায় ভোটার কম হলেও ৯টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

জহির উদ্দিন মাহমুদ লিপটন বললেন, আমি পৌনে ১০টায় কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোটার উপস্থিতিও ভালো রয়েছে।

লাঙ্গল প্রতীকের প্রার্থী মুজিবুল হক বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। বৃষ্টি না আসলে যেভাবে ভোট হচ্ছে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

সম্পাদনাঃ আরএইচ/এএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.