তারকাদের আত্মহত্যা বাড়ছেই • নতুন ফেনীনতুন ফেনী তারকাদের আত্মহত্যা বাড়ছেই • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তারকাদের আত্মহত্যা বাড়ছেই

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২১ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৪
বিনোদন ডেস্ক>>
আলো ঝলমলে জগৎ। আকাশচুম্বী জনপ্রিয়তা। তারপরও প্রতিনিয়তই বাড়ছে তারকা শিল্পীদের আত্মহত্যা প্রবণতা। গত দুই-তিন বছরে হাফ ডজনেরও বেশি তারকা বেছে নিয়েছেন আত্মহননের পথ। শোবিজের সঙ্গে সংশ্লিষ্ট ও মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেম ও পরকীয়াজনিত কারণেই তারকারা আত্মহননের পথ বেছে নিচ্ছেন। এছাড়াও পারিবারিক নানা কলহ ও অর্থসঙ্কটও অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
জানা গেছে, গত কয়েক বছরে হাফ ডজনেরও বেশি তারকা আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছেন। এদের মধ্যে তিনজন মৃত্যুবরণ করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আরও দুজন। এছাড়াও আরও বেশ কিছু তারকা আত্মহত্যার চেষ্টা করছেন বলে গুজব উঠেছে। এ সময়কালে আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর, লাক্স তারকা রাহা, মডেল-অভিনেতা মঈনুল হক অলি, লাক্স তারকা জাকিয়া বারী মম, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, মডেল-অভিনেত্রী প্রভা ও সারিকা। এদের মধ্যে মৃত্যুবরণ করেন মিতা নূর, রাহা ও অলি। অন্যদিকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন মম ও ন্যান্সি। তবে প্রভা ও সারিকার ক্ষেত্রে আত্মহত্যার প্রচেষ্টার খবর রটলেও একে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। সর্বশেষ হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্র রূপায়ণকারী নায়ার রহমান লোপা আত্মহত্যা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শয়নকক্ষে মেলে তার মরদেহ। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা তারকারা নানা ধরনের অসংলগ্ন কথা বলেন। তবে প্রত্যেকবারই তাদের মৃত্যুর পথ বেছে নেয়ার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, পরকীয়া, প্রেম ও শোবিজে অসফলতা।
তারকাদের আত্মহত্যা প্রবণতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম বলেন, ‘দুইজনের মধ্যে বিশ্বাসের জায়গাটায় ফাটল ধরলেই বিভিন্ন সমস্যা তৈরি হয়। অবিশ্বাস থেকে বিবাহ বিচ্ছেদ কিংবা আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। আর তারকাদের মধ্যে বিষয়টি এখন ব্যাপক আকারে ধারণ করেছে।’
এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার বর্তমানকে বলেন, ?‘বিষয়টাকে আমি শুধুমাত্র তারকা বা শোবিজ জগতের মানুষদের ক্ষেত্রে বিবেচনা করতে চাই না। এটা আসলে একটা সামাজিক সমস্যা। সেটা শোবিজ হোক আর এর বাইরে হোক। এ ধরনের ঘটনা সব সমাজেই আছে। সামাজিক অস্থিরতা, নানা রকম পারিবারিক অশান্তি থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমাদের সমাজের ক্ষেত্রেও তাই ঘটছে।’
২০১৩ সালের জুলাইয়ে দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মিতা নূর। পুলিশ রাজধানীর গুলশানের নিজ বাসার ড্রইংরুম থেকে গলায় ফাঁঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মিতা নূরের বাবা ফজলুর রহমান সরকার অভিযোগ করেন, মিতাকে তার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন মিতা। স্বামীর নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। একই বছরের মার্চে আত্মহত্যা করেন লাক্স তারকা রাহা। মোহাম্মদপুরের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিন্তু রাহা কেন আত্মহত্যা করেছেন, তার সঠিক তথ্য আজও মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণে এ ঘটনা ঘটিয়ে থাকবেন। এর সঙ্গে একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। থিয়েটার-কর্মী, মডেল-অভিনেতা মঈনুল হক অলি ২০১২ সালের মার্চে নিজ বাসায় আত্মহত্যা করেন। জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহননেরর পথ বেছে নেন।
স্বামী এজাজ মুন্নার সঙ্গে দাম্পত্য দ্বন্দ্বে জড়িয়ে লাক্স তারকা জাকিয়া বারী মম গত বছরের ৩ সেপ্টেম্বর আত্মহত্যার চেষ্টা চালান। ওইদিন রাতে মম রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের একটি সূত্রে জানা যায়, মম অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। অচেতন অবস্থায় রাত ১০টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে তার জ্ঞান ফেরে। জানা গেছে, যথাসময়ে হাসপাতালে নেয়ার কারণেই তিনি ওই যাত্রায় রক্ষা পেয়েছেন।
আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে মম বলেন, ‘সে সময় আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। শুটিংয়ের কারণে ঠিকমতো চিকিত্সা করাতে পারিনি। পরে গুরুতর অসুস্থ হয়ে আমি হাসপাতালে ভর্তি হই। এখানে আত্মহত্যার কোনো কিছু নেই। আমার আত্মহত্যার সংবাদটি ষড়যন্ত্রমূলক।’
এ বছরের ১৬ আগস্ট কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ৬০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তবে তাকে দ্রুত উন্নত চিকিত্সাসেবা দেয়ায় বেঁচে গেছেন তিনি। জানা গেছে, অর্থ সঙ্কট এবং জনপ্রিয়তায় ধসের পাশাপাশি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘ঘুম না আসায় মাত্র ৭টি ওষুধ খেয়েছিলাম। রাজনৈতিক কারণে স্টেজ প্রোগ্রাম করতে না দেয়া, ঘুম না হওয়া ও মানসিক দুশ্চিন্তার কারণে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। কিন্তু আমি মোটেও আত্মহত্যার চেষ্টা করি নাই।’ দাম্পত্য জীবনে অশান্তির প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘স্বামীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমরা সুখে আছি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অংশ, যা সরকারি দল করছে।’ প্রসঙ্গত, আত্মহত্যা প্রচেষ্টার পর তিনি বিএনপির অঙ্গসংগঠন জাসাসে যোগ দেন।
এছাড়াও মডেল-অভিনেত্রী প্রভা আত্মহত্যার চেষ্টা চালান। অপূর্বর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ও আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালান। তবে পরিবারের সদস্যদের বিশেষ নজরদারিতে সেই যাত্রায় বেঁচে যান প্রভা। এদিকে বছরদুয়েক আগে প্রেমিকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মডেল-অভিনেত্রীও সারিকা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। তবে সারিকার পরিবারের পক্ষ থেকে এ গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দেয়া হয়।
গত ১৬ অক্টোবর গুলশানের নিজ বাড়িতে ‘টুনি’খ্যাত নায়ার রহমান লোপার মরদেহ উদ্ধার করে পুলিশ। লোপা পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। লোপার সংসার জীবনে দুই সন্তান। দীর্ঘদিন মিডিয়া থেকে বিরতি নিয়ে বছর কয়েক ধরে বিচ্ছিন্নভাবে নাটকে কাজ করছিলেন তিনি।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.