নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে ‘ভেলুয়া সুন্দরী’ নাটকটি মঞ্চস্থ করছেন পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে সংগঠনটির প্রথম প্রযোজনার নাটক ‘ভেলুয়া সুন্দরী’ মঞ্চস্থ হবে।
পূর্ববঙ্গ গীতিকা অবল্মনে নাটকটির নির্দেশনা দিচ্ছেন মন্দিরা বিশ্বাস। নাটকে অভিনয়ে থাকছেন : পৃথ্বিরাজ চক্রবর্তি, বিধান চন্দ শীল, মন্দিরা বিশ্বাস, অজয় নাথ, রাজিব, সোমা ও তিন্নি।
পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বিরাজ চক্রবর্তি জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে সংস্কৃতির বিভিন্ন ধারায় কাজ করলেও এবারই প্রথম মঞ্চে আনছেন ‘ভেলুয়া সুন্দরী’ নাটকটি। আশা করছেন তাদের দল ভাল একটি নাটক দর্শকের উপহার দিতে স্বক্ষম হবে। ফেনীর দর্শককে নাটকটি দেখতে তিনি ও তার দল আমন্ত্রন জানাচ্ছেন।
সম্পাদনা: আরএইচ