ফেনীতে সুবচন নাট্য দলের ‘হট্টমালার ওপারে’ মঞ্চস্থ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে সুবচন নাট্য দলের ‘হট্টমালার ওপারে’ মঞ্চস্থ • নতুন ফেনী
 ফেনী |
৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সুবচন নাট্য দলের ‘হট্টমালার ওপারে’ মঞ্চস্থ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর প্রাচীন নাট্য সংগঠন সুবচন নাট্য দলের প্রযোজনা ‘হট্টমালার ওপারে’ শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হয়। বাদল সরকারের রচনায় নাটকটির নির্দেশনা দেন নাসির উদ্দিন সাইমুম। এতে নির্দেশক ছাড়াও অভিনয় করেন জাকারিয়া ফারুক, অমিত মজুমদার, বিজয়, মায়ান, সজল, তন্ময়, তারেক, ওসমান, অভি, তাহমিদ, রুম্মান।

এর আগে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারি নাসির উদ্দিন সাইমুমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবচনের প্রতিষ্ঠাতাদের মধ্যে মঞ্জুরুল করিম, হোসেন এমরান, মনির হাসনাত, প্রতিষ্ঠাকালীন সময়ের প্রধান সমন্বয়কারি ও নির্দেশক বাবুল মেজবাহ, নাট্য সংগঠক মহিউদ্দিন খোকা, নিজাম উদ্দিন নিমু, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, সংলাপ- ফেনীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, ফেনী থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার, কিশোর থিয়েটারের প্রধান সমন্বয়কারি বাপ্পি পোদ্দার, পঞ্চবটির সংগঠক বিধান চন্দ্র শীল, নাট্য সংগঠক সুমন মাহমুদ, কাজী ইকবাল আহমেদ পরান।
সম্পাদনা: আরএইচ/এসডি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.