নতুন ফেনী ডেস্ক>>
ফেনী থিয়েটার’র রজতজয়ন্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পড়ে অবস্থিত থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার ও সাধারণ সম্পাদক সুমন মাহমুদ। এসময় সংগঠনের সহ-সভাপতি ও নাট্য নির্দেশক আনোয়ার হোসেন রাজু, নাট্যকর্মী ও ফেনী প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, শ্রুতি আবৃত্তি একাডেমীর কাকলি দে, ঢাকা থিয়েটার’র নাট্যকর্মী হাসনাথ মিঠুন, ফেনী থিয়েটার’র মিরান উদ্দিন আলফা, দিদার উল্যাহ মজুমদার, ফজলুল হক রনি, মাকসুদুল করিম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ১ জানুয়ারি একঝাঁক তরুন প্রাণ সম্মিলিত উদ্যোগ নিয়ে ফেনী থিয়েটার প্রতিষ্ঠা করে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তভূক্ত থিয়েটারটি গত ২৫ বছর দর্শক নন্দিত অনেক নাটক দর্শকের উপহার দিয়েছেন।
সম্পাদনা: আরএইচ/
ফেনী থিয়েটার’র রজতজয়ন্তি উদযাপন







