শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু। তুমুল জনপ্রিয়তা নিয়ে তিনি এবার সিনেমার নায়িকা হিসেবে কাজ করছেন। এরমধ্যে তার ‘টুঙ্গীপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।
দিঘী কাজ করে যাচ্ছেন নিয়মিত। এর ফাঁকে তিনি অভিনয় করলেন একটি হিন্দি গানে। এখানে তার বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম।
জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে হয়েছে এর দৃশ্য ধারণ। বিশ্বের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম টি সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।
এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ প্রসঙ্গে দিঘী বলেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। দর্শক উপভোগ করবেন, প্রত্যাশা করছি।’
সম্পাদনা:আরএইচ/এইচআর