১১ বছর পর ফের সাইরেন বাজবে ফেনীর দোস্ত টেক্সটাইল মিলে
এক সময়ে ফেনী ও আশপাশের এলাকার মানুষের ঘুম ভাঙতো দোস্ত টেক্সটাইল মিলের সাইরেন শুনে। শতবর্ষ আগে যখন মানুষের হাত ঘড়ি ব্যবহার কম হতো; তখনও ফেনীর দোস্ত টেক্সটাইল মিলের সাইরেন শুনেই মানুষ জীবনাচারের সময় নির্ধারণ করতেন। শুধু তাই নয়; মুসলিম ধর্মাবলম্বীদের ইফতার সাহরীসহ নানা কাজেই সময়ের পরিমাপক ছিলো দোস্ত ...